করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহনশ্রমিক ও দোকান কর্মচারী, দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে পড়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক হাজার কর্মহীন দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বরিশাল কমিশনার মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

কর্মহীন খেটে খাওয়া এক হাজার মানুষকে খাদ্যসামগ্রী হিসেবে দেয়া হয়েছে ৮ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ২০ লাখ টাকা দিয়ে কর্মহীন খেটে-খাওয়া মানুষদের সহায়তা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও অনেক দুস্থ মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের সাহায্য সামগ্রী দেওয়া হবে।’