শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলায় কঠোর লকডাউনে প্রথম দিনে প্রশাসনের ব্যাপক তৎপরতা ও বিধি- নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাসজনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা বাস্তবায়নে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষনা দেয় সরকার।তারই ধারাবাহিকতায় ০১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত বানারীপাড়া উপজেলার রায়ের হাট, চাখার বাজার, সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ও পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তরপাড় বাজার সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় ৬ টি মামলায় মোট ২১০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নিশাত শারমিন, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন, এছাড়াও বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড়ে পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করেন ইন্সপেক্টর(তদন্ত)মোঃ জাফর আহম্মেদ, উপ-পরিদর্শক (এস আই) স্বপন চন্দ্র দে,এস আই কামাল হোসেন,এস আই ওসমান গনি সহ অন্যান্য অফিসার ও ফোর্সগন কঠোর দায়িত্ব পালন ও সার্বিক সহযোগীতা প্রদান করে।