বানারীপাড়া উপজেলায় কালী মন্দির রক্ষায় বরিশাল জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিতা সমদ্দার। চলতি বছরের ৯ ডিসেম্বর অনিতা সমদ্দার স্বাক্ষরিত একটি আবেদনপত্র বরিশাল জেলা পুলিশ সুপার বরাবরে দেওয়া হয়েছে। ওই আবেদন সূত্রে জানাগেছে উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের শ্রী শ্রী জয় মা কালী মন্দিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে নিয়মিত সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা ও পূজা করে আসছে। গত এক মাস পর্যন্ত বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত জজ মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে বাদশা মিয়া ও তার সাথে থাকা বিএনপি জামায়াতের কয়েকজন দাঙ্গাবাজ প্রকৃতির লোক মন্দিরটি ভেঙ্গে ফেলার জন্য বারবার পায়তারা করছে। তাদের কবল থেকে মন্দিরটির সুরক্ষার ব্যবস্থা ও ভূক্তভোগীদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তার কথাও বলা হয়েছে ওই আবেদনে। বর্তমানে বানারীপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক এসআই ওসমান গনিকে অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে বলে জানাগেছে। এদিকে অভিযুক্ত সূত্র জানাগেছে যে স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে সেই জমির তারা বহু বছর আগে ক্রয় সূত্রে মালিক। অল্প কয়েকদিন হয়েছে ওই স্থানে মন্দির নির্মাণ করা হয়েছে। যার প্রমান সরেজমিনে আসলে পাওয়া যাবে। অপরদিকে বরিশাল পুলিশ সুপার বরাবরে দেওয়া আবেদনে আরও কয়েক জনের নাম উল্লেখ করেছেন আবেদনকারী। তারা হলেন আব্দুল হাকিম সরদার, সালাম ফকির, হাফিজুর সরদার, কবির আড়ৎদার ও নুরুল হক