বানারীপাড়া প্রতিনিধিঃ
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে প্রতিনিয়ত যুক্ত বানারীপাড়া উপজেলার রাইশারী ইউনিয়নের সন্তান রাশেদ খান প্রমি। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মুলনিতি বুকে লালন করে নিজেকে নিয়ে যেতে চান অনেকদুর। তারই ধারাবাহিকতায় ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বানারীপাড়া দলীয় কার্যালয়ে ছাত্রনেতা রাশেদ খান প্রমি মিছিল নিয়ে উপস্থিত হন । ছাত্রনেতা রাশেদ খান প্রমি ছোট বেলা থেকে নিজের পরিবারকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখে কখন যেন কিশোর ও যৌবনের প্রথম ভালোবাসায় পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি। ছাত্রনেতা রাশেদ খান প্রমির, পিতা মোঃ নিজামুল হক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক , তার মা শামিমা খানম বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার পরিবার আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন যুগযুগ ধরে।
রাশেদ খান প্রমির বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে দীর্ঘদিনের পথচলা।তিনি বানারীপাড়ার আলহাজ্ব দলিল উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে ২০১২ সালে এস এস সি করেন । ২০১৪ সালে এইচ এস সি করেন বরিশাল অমৃত লাল মহা বিদ্যালয় থেকে। ২০২০ সালে অনার্স করেন ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি ডেফোডিল থেকে। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যায়ন রত। তার নেতৃত্বে ছাত্রলীগের প্রতিটা মিছিল মিটিং এ কানায় কানায় পুর্ন থাকে ছাত্রলীগের কর্মিরা। ছাত্রলীগ নেতা রাশেদ খান প্রমি মহানগর ছাত্রলীগের সাথে আন্দোলন সংগ্রামে ও যুক্তছিলেন ।তিনি বর্তমানে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের একজন মুজিব আদর্শের সৈনিক। তার নেতৃত্ব অনেক কর্মীরা বিভিন্ন প্রোগ্রামে সামিল হন।তিনি বিএনপি জামাতের হামলার সিকার ও হয়েছেন। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের জাপিয়ে পরেন। ছাত্রলীগে প্রতিটা প্রোগ্রামে তার কর্মিদের নিয়ে হাজির হন।
রাশেদ খান প্রমি বলেন আমার এ বুকে যতদিন প্রান থাকবে ততদিন মুজিব আদর্শে নিজেকে যুক্ত রাখবো কখনও পিচ পা হবো না। নিজের দলের সুনাম বজায় রাখতে এবং বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম আমার রাজনৈতিক নেতা তাকে ফলো করে নিজেকে এগিয়ে নিতে চাই। তাই নেতৃবৃন্দের কাছে দাবী যাতে আগামী কমিটিতে আমাকে মুল্যায়ন করা হয়।
বানারীপাড়ায় ছাত্রনেতা রাশেদ খান প্রমি আগামী কমিটিতে সঠিক মুল্যায়ন চান
