বানারীপাড়া প্রতিনিধি ঃ

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ ডিসেম্বর দুপুর ১২টায় জাতীয়তাবাদীদল বিএনপির বানারীপাড়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মী সভা থেকে উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার জন্য আগ্রহীদের কাছ থেকে তাদের জীবন বৃত্তান্তেরর লিখিত নেয়া হয়েছে। একই ফরমে দল করতে এসে কোন প্রকার মামলা বা নির্যাতনের শিকার হয়েছেন কিনা তারও বিবারণ উল্লেখ করা হয়েছে।

কর্মী সভার প্রধান অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও দলনেতা বরিশাল বিভাগ মো. মোনায়েম মুন্না।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, সহ-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. পারভেজ আকন বিপ্লব ও আমিনুল ইসলাম আমিন খান, বরিশাল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবুল ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলা রাব্বী শামিম। এছাড়াও বরিশাল জেলা ও মহা নগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যুবদলের কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম। অপরদিকে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের পক্ষ থেকেও কর্মী সভায় বক্তৃতা করেন নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম আহমেদ ডালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিজান ফকির, রিয়াজ ফকির, জালিস মাহমুদ জালিনুর, সজল দাস, সুমন সরদার, লিমন মাঝি, ছাত্রদল নেতা পাবেল হাওলাদার, রুবেল হোসেন,জসিম আকন প্রমূখ।