বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের ভগ্নিপতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক লাইসেন্স সুপার আ.রাজ্জাক মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের ভারুকাঠি গ্রামের মিয়া বাড়ির জামে মসজিদ ও মাদ্রাসায় ১১ জুন শুক্রবার বাদ জুমা দোয়া- মিলাদের আয়োজন করা হয়।
দোয়ানুষ্ঠানে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান,বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী ও আ.মন্নান মৃধা,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল আলম মল্লিক,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বেপারী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাকিল মাহমুদ, বানারীপাড়ার যুবলীগ নেতা ইউসুফ, মহসিন রেজা,তপু খান,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,স্বেচ্ছাসেবক নেতা মো: রিপন প্রমুখ।