শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।

বরিশালের বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সোমবার সকাল ৯ টায় সদর ইউনিয়নের গাভা নরেরকাঠী বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,সহকারী কমিশার (ভূমি) মফিজুর রহমান,মুক্তিযোদ্ধাকালীন বেইজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু,যুগ্ম সাধারন সম্পাদক এ টি এম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা প্রমুখ।