..
শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্র ২০০৫ সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত সরকারি বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারি সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বই উৎসবের নতুন বই বিতরণের উদ্ধোধন করেন। এসময় বই বিতরণী উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও রিপন কুমার সাহা,ভাইচ চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাবেক উপেজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির,বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক জিয়াউল হক মিন্টু,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
নতুন বছরে নতুন বই, আনন্দে মন হৈ চৈ’…অপেক্ষার প্রহর যেন শেষ হয় না, কখন আসবেন অতিথিরা, শুরু হবে বই উৎসব। আর একটু বেলা বাড়লো, রোদ উঁকি দিল, শুরু হলো বই উৎসব।এমনটাই ভাবতেছিল কচিকাঁচা শিশুরা। নতুন বই দেওয়ার এ আয়োজনকে শিক্ষার্থীআর শিক্ষকরা উৎসবের মতই পালন করছেন। নতুন বইগুলো হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের সেকি বাধভাঙ্গা উল্লাস।অথচ বিগত কয়েক বছর আগেও প্রেক্ষাপট এমন ছিল। তখন শিক্ষার্থীদের নতুন বই হাতে পেতেই চলে যেত বছরের কয়েক মাস।
উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ‘আমরা বই কিনে পড়েছি। সবগুলো বই এক সঙ্গে টাকা দিয়েও লাইব্রেরিতে পাওয়া যেত না। এমনও হয়েছে সবগুলো বই জোগাড় করতে বছরের কয়েকমাস পার হয়ে গিয়েছে। এ প্রজন্ম ভাগ্যবান, নতুন বইয়ের গন্ধ বছরের প্রথম দিনই পাচ্ছে। আমাদের ছোট বেলায় বই হাতে পেতে পেতে কয়েকমাস পেড়িয়ে যেত নতুন পুরাতন বই দিত বিদ্যালয় থেকে। এই প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক ভাগ্যবান।
করোনা ভাইরাসের কারনে সাস্থ্যবিধি মেনে সিমিত পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়েছে।
বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন
