বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পৌষের কনকনে শীতে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন। নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি শুক্রবার গভির রাতে প্রচন্ড শীতে ঘরে ঘরে গিয়ে যারা শীতার্ত তাদের মাঝে কম্বল বিতরণ করেন ওসি মোঃ হেলাল উদ্দিন । ওসি হেলাল উদ্দিন বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বাল্যবিবাহ,নারী নির্যাতন সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখছেন এবং সুনামের সহিত দায়িত্ব পরিচালনা করছে। তিনি বানারীপাড়া পৌর শহরের প্রাণকেন্দ্র ২ নং ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করেন। অনেক দরিদ্র পরিবার ঘুমানো ছিল হঠাৎ দরজায় কড়া নাড়ে ওসি। তাকে দেখে হতবাক হয়ে পড়েন অনেক হতদরিদ্র পরিবার হাতে ছিল কম্বল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় ওসি বলেন যে কোন প্রয়োজনে আমি সেবা দিতে আপনাদের পাশে আছি।
বানারীপাড়ায় শীতার্তদের মাঝে ওসি হেলালের কম্বল বিতরণ
