শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় পৌরশহরের বন্দর বাজারের রিক্সা স্ট্যান্ড থেকে ১০ পিচ ইয়াবা সহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ নভেম্বর শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসাস ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক(এস আই) মোঃ শাহাদাৎ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) রুহুল আমিনের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের খেজুরবাড়ি আবাসনের বাসীন্দা মোঃ লোকমান হাওলাদের ছেলে মোঃ বেল্লাল (২০) হাওলাদারকে ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এস আই শাহাদাৎ হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ওইদিনই আসামীকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়।