শফিক শাহিন,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এমপি শাহে আলমের বিশেষ দক্ষতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেস্ব তহবিল থেকে ৬১ জনকে ১ কোটি ৯০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
১০ জুলাই শনিবার সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে
স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে চিকিৎসা সেবা ভাতা পাওয়ার জন্য। প্রধানমন্ত্রীর নিজেস্ব তহবিল থেকে এনে বানারীপাড়া উপজেলায় ৬১ জনকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকজ্জামানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবাগত চেয়ারম্যান মোঃ সিদ্দিক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন জুয়েল, এমপি’র এপিএস মোঃ জসিম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মসিউর রহমান সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ রুথেন,
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ইলুহার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের বিশেষ কৃতজ্ঞতায় চিকিৎসা সেবার জন্য আর্থিক অনুদান পেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা প্রধানমন্ত্রী ও এমপির জন্য দোয়া ও শুভ কামনা জ্ঞাপন করেন।
এমপি মোঃ শাহে আলম বলেন.. দল বাচলে আপনারা তৃনমূল বাচবেন শেখ হাসিনা বাচলে দেশ ভাল থাকবে আরো উন্নত সমৃদ্ধ হবে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মূল্যায়ন করেছে, কেউ যদি ত্রান অথবা সাহায্য সহযোগিতার পাইয়ে দেয়ার জন্য ঘুষ চায় তাহলে আমাকে সরাসরি জানাবেন।আওয়ামী লীগ করে কেউ লুটপাট করবে সেটা করতে দেয়া যাবেনা। তিনি আরো বলেন শেষ রক্তবৃন্দ দিয়ে আপনাদের সাথে আছি। আপনাদের নিয়ে তিলোত্তমা বানারীপাড়া উপহার দিবো ইনশাআল্লাহ।আওয়ামী লীগ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন তাই আওয়ামী লীগকে কেউ কলুষিত করবে সেটা আমরা মেনে নিবো না।
আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের চিকিৎসা ভাতা দিয়েছে আপনারা দলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন তাই সামন্য উপহার সে পাঠিয়েছে।