বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সরকারি খাল দখলের অভিযোগ পাওয়া গেছে।
২০ ফেব্রুয়ারি শনিবার সকালে একই ইউনিয়নের মো.মোস্তফা তালুকদারের নেতৃত্বে শ্রমিকরা খালটি ভরাট করতেছিল। খালটি ভরাট করার সময়
এলাকার সচেতন মহলের বাধার মূখে খালটি ভরাট কাজ বন্ধ করেন।
সরকার যেখানে টেন্ডারের মাধ্যমে খাল খনন করে সেখানে একটি মহল নিজের কার্যসিদ্ধির জন্য সরকারি খাল ভরাট করে জমি দখলের পায়তারা করে আসছিল। সরেজমিনে দেখা যাচ্ছে যে ওই খালটি দখল হলে প্রায় কয়েকশত একর জমিতে সেজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে নষ্ট হবে ফসলি জমি, মানুষের নৌকা যোগে মালামাল পরিবহন সহ সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
খাল দখল করার সংবাদ পেয়ে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মিয়া,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুশান্ত হালদার,সহ-সভাপতি সন্তোস মিস্ত্রী, যুগ্ন সম্পাদক স্বপন বিশ্বাস,খাল দখল বন্ধ করার জন্য এলাকাবাসীকে নিয়ে ঘটনাস্থলে যান।
এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে, যুগযুগ ধরে খাল ব্যবহার করে আসছি সেই খাল আমরা দখল করতে দিবোনা। এ ঘটনায় একালাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে উদয়কাঠী ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী বলেন, যেখানে সরকার খাল দখল মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় সেখানে মোস্তফা তালুকদার খাল দখল করে কিভাবে। ইউনিয়নের খাল ভরাট করার কথা শুনে সরজমিনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ সহ আরো অনেককে নিয়ে খাল ভরাটে বাধা দিয়ে প্রশাসনের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে অভিযোগ করি।