শফিক শাহিন,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়া পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার উদ্ধোধন করেন বরিশাল (২) বানারীপাড়া-উজিরপুর আসনের এমপি মোঃ শাহে আলম। ২৪ মে সোমবার সকাল ১০ টায় পৌর শহরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ কাজের উদ্ধোধন করা হয়েছে।বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম।বানারীপাড়া পৌরসভা প্যানেল মেয়র প্রভাষক মো ঃ ইমাম হোসেনেরর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর বরিশাল জেলা মোঃ মঈনুল হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,ওসি (তদন্ত) মোঃ জাফর আহমেদ,উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি মন্টু লাল কুন্ডু,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম প্রমুখ।এছাড়ও উপস্থিত ছিলেন পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলর গন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এলাকার মুরুব্বীগন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত বানারীপাড়া পৌরসভায় আড়াই কোটি টাকা ব্যায়ে এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে।প্রধান অতিথি এমপি শাহে আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বচ্ছতা রেখে কাজ করে যেতে হবে।বানারীপাড়া পৌরসভাকে তিলোত্তমা পৌরসভায় রুপান্তর করতে যতপ্রকার সহযোগীতা আছে সব করবো,কোন প্রকার কাজে দুর্নীতি করতে দেয়া হবেনা। স্বচ্ছভাবে কাজ করে উন্নয়ত পৌরসভা উপহার দিতে হবে।