শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধিঃ
আসন্ন ১১ এপ্রিল বরিশাল বানারীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশারকান্দি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শান্ত মনোনয়ন পত্র দাখিল করেন।
১৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ সাড়ে টায় প্রস্তাবকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া ও সমর্থনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ সরদারকে নিয়ে উপজেলা প্রকৌশলী সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপিচেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উদয়কাঠী ইউপি চেয়ারম্যান মোঃ রাহাত আহমেদ ননী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য সাইফুল ইসলাম শান্ত উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান বিশারকান্দি ইউনিয়ন
বানারীপাড়া বিশারকান্দি ইউপির নৌকা’র প্রার্থী সাইফুল ইসলাম শান্ত’র মনোনয়ন পত্র দাখিল
