শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান ইউপি সদস্য মামুন মল্লিক।
১৭ মার্চ বুধবার বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের হাতে মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামী লীগ নেতা মামুন মল্লিক টানা ১০ বছর সদর ইউপি’র ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তিনি বিগতদিনের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলে জানা যায়।
তিনি টানা তৃতীয় বার নির্বাচিত হওয়ার লক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন। জানা গেছে পরাপর দুই বার নির্বাচিত হয়ে গরিব অসহায় মানুষের পাশে থেকে সুনামের সহিত কাজ করেছেন।
এ সময় তার সাথে সমর্থন কারী, প্রস্তাব কারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থী মামুন মল্লিক বলেন
টানা ১০ বছর ওয়ার্ডের দায়িত্বে ছিলাম চেষ্টা করেছি জনগণের জন্য কাজ করার। তৃতীয় বারের জন্য জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে দাড়িয়েছি ভোটে জয়ী হয়ে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার চেষ্টা করবো।