বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহারে সড়ক ও জনপদ বিভাগের(সওজ) ব্রিজ নির্মাণ কাজের মালামাল রাখার জন্য বিদ্যালয়ের কক্ষ ও মাঠ ভাড়া দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের
অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের ইউপি সদস্য ও ৬১ নং কাজলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজু্ল ইসলাম আউয়ুব আলী ২০২০ সালে সড়ক ও জনপদ বিভাগের আওতায় কাজলাহার ব্রিজ নির্মাণের জন্য মাহফুজ এন্টারপ্রাইজের ঠিকাদার সেলিম আহম্মেদের কাছে বিদ্যালয়ের কক্ষ ও মাঠ ভাড়া দিয়ে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
টাকা নেয়ার বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে গত কয়েকদিন আগে বিদ্যালয়ের ওই কক্ষ থেকে ঠিকাদারের ব্রিজ নির্মাণ সামগ্রী ও শ্রমিকদের বের করে দেয়া হয়।
প্রসঙ্গত ২০২০ সালে সড়ক ও জনপদ বিভাগ কাজলাহার ব্রিজ নির্মাণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেয়।
এ বিষয়ে ঠিকাদার সেলিম আহমেদ সাথে যোগাযোগ করা হলে তিনি অত্র বিদ্যালয়ের সভাপতি আউয়ুব আলীকে টাকা দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এ বিষয়ে সিরাজুল ইসলাম আউয়ুব আলী জানান টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয় বিদ্যালয়ের রাস্তাঘাটটি মেরামতের যা খরচ হয় ঠিকাদারকে তা দেওয়া কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুৃল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বানারীপাড়া সভাপতির বিরুদ্ধে স্কুল কক্ষ ও মাঠ ভাড়া দেয়ার অভিযোগ
