বাবুগঞ্জ প্রতিনিধি ::
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম বাসুদেব মুখার্জি (৭২)। তিনি উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে ও রহমতপুর বাজারের ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে ব্রীজ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বরিশালের দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সড়ক দূর্ঘটনার পরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর স্টেশনে পূর্বেও একাধিক বেপরোয়া গতির গাড়ি চাপায় একাধিক প্রাণ হানির ঘটনায় ঘটনাস্থলে দুটি গতিরোধক ও ট্রাফিক ব্যবস্থা উন্নত করণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন । এতে ঘন্টাব্যাপী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
উলেখ্য, ঢাকা – বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজটিতে এ পর্যন্ত গত এক বছরে প্রায় ১০ জন পথচারি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় জনসাধারণের প্রাণের দাবি অচিরেই ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুরে গতিরোধক স্থাপনের।
বাবুগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
