বরিশালের উজিরপুরে বৃদ্ধ বাবা-মাকে ১শত জুতাপিটা করার অভিযোগে দুই ছেলে অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার হারতা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের কালবিলা গ্রাম থেকে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই ছেলেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল হাসান। ওসি মোহাম্মাদ কামরুল হাসান বলেন, সন্তানের পিটুনিতে আহত মা স্বরস্বতী মন্ডল থানায় তিন ছেলে অমল মন্ডল, বিবেক মন্ডল, শ্যামল মন্ডল ও পুত্রবধু মুক্তা মন্ডলকে আসামী করে রবিবার রাতে একটি মামলা দায়ের করে। ওই মামলা দুই ছেলে অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শনিবার পারিবারিক একটি অনৈতিক ঘটনার প্রতিবাদ করায় ছেলেরা ও পুত্রবধু মিলে টেনে হিচরে বাড়ি থেকে বেড় করে দিয়ে ১শ জুতাপিটা করেছে। এ নিয়ে জাতীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দুই ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ড কে গ্রেফতার করে পুলিশ। দুই ছেলেকে গ্রেফতার করায় কিছুটা স্বস্তির নি:শ্বাস দিয়ে পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান আহতর মা স্বরস্বতী মন্ডল।
বৃদ্ধ বাবা-মাকে জুতাপিটা করা দুই ছেলে গ্রেফতার
