ঢাকা: করোনা সংক্রমণরোধে মাস্ক পরা ছাড়া লোকজন মার্কেটে গেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজকে সিদ্ধান্ত হয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। যদি মাস্ক না পরে তাহলে আমরা এখন স্ট্রং অ্যাকশনে যাচ্ছি। রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে। আজকে কেবিনেট করে (অনুমোদন) দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে থেকে পুলিশ, সিটি করপোরেশন এবং ম্যাজিস্ট্রেট দেশের প্রত্যেক মার্কেট সুপারভাইজ করবে। যদি কোনো মার্কেটে… মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো। এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমাদের কো-অপারেট করবেন বলে আশ্বস্ত করেছেন এবং ওনারা নিজেরাও এটা সুপারভাইজ করবেন। ’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো অবস্থাতেই যদি স্বাস্থ্যবিধির ব্যাপক ভায়োলেশন হয় তাহলে প্রয়োজনে ওই মার্কেট আমরা বন্ধ করে দেবো।