ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’-এ জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়।
এসময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ডাক অধিদপ্তরের পরিচালক মো. আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।
মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে ডাক টিকেট
