মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি টিনশেড বাড়ি থেকে অবৈধভাবে মজুদ সাত হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬১টি কার্টনে বরফ দিয়ে এসব ইলিশ বিশেষ উপায়ে মজুত করা হয়েছিল। সোমবার (২ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অজ্ঞাতনামা কয়েকজন জেলে ওই টিনশেড ঘরটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিন্টু সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে কাঠের পাটাতনের ওপর একটির পর একটি সাজানো ছিল ৬১টি কার্টন। এসবের ভেতরে পাওয়া যায় সাত হাজার কেজি ইলিশ। বরফ দিয়ে ঢাকা ছিল মাছগুলো যাতে নষ্ট না হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাসেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।