চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দিপক দাশ (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর রাতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার দিপক দাশ কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী এলাকার দিলীপ দাশের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দিপক দাশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতার দিপক দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লোহাগড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার
