উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে আনুষ্ঠানিক ভাবে সমার্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সড়ে দাড়ালেন আওয়ামীলীগের বিদ্রহীপ্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার লিটন । ৯ জুন বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান খালেক আজাদের বাসায় এক জরুরি বৈঠকে সাতলায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদারকে সর্মাথন দিয়ে তারা নৌকা প্রতিকের পক্ষে কাজ করার ঘােষনা দেন বিদ্রহীপ্রার্থী খায়রুল বাসার লিটন । এ সময় নিজের প্রার্থীতা প্রত্যাহার কর ২১ জুন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী শাহিন হাওলাদারকে বিজয়ী করার আহবান জানান। আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহিন বিদ্রোহীপ্রার্থী লিটনকে স্বাগত জানিয়ে বুকে টেনে নিয়ে বরন করে নেয় এবং সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভয় বক্তাব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, বিদ্রহীপ্রার্থী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার লিটন, আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদার, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান প্রমূখ । এ সময় উপস্তিত শত শত নেতা কর্মীরা চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদার ও লিটনকে বরন করে নেন।
সাতলায় নৌকার চেয়ারম্যান প্রার্থীকে সমার্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন লিটন
