উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহব্বায়ক(মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র সহধর্মীনি ও বিসিসির মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ’র মাতা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাহনারা আব্দুল্লাহ’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সাবেক যুগ্ম-সম্পাদক এ্যাড. সাল্উাদ্দিন শিপু, এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদাক অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামলীগের নেত্রী বিউটি খানম, ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী প্রমুখ। সভাশেষে সাহনারা আব্দুল্লাহ’র রুহের মাগফেরাত কামনাসহ আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র সু-স্বাস্থ্য সহিত দীর্ঘ্যআয়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।