বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক হলেন উজিরপুরের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডঃ জুয়েল আহমেদ।
সোমবার (১৯ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন জুয়েল আহমেদ । এছাড়া এম জুয়েল আহমেদ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ কমিটির সাবেক সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী এ্যাডঃ শ ম রেজাউল করিমের একান্ত সচিব হিসাবে কর্মরত আছেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৬নভেম্বর সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান। সম্মলনের প্রায়ই এক বছর পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল
