জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর তাকে নিয়ে ১৯৭২ সালের ৭ জানুয়ারি মধ্যরাতে একটি বিশেষ বিমান ইসলামাবাদ ত্যাগ করে। বিমানটি পরেরদিন ভোরে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছায়। সেই সময় বঙ্গবন্ধু যে পোশাকে ছিলেন, সেই আদলে উজিরপুর উপজেলা পরিষদের সামনে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য নির্মাণ করছে পৌরসভা কর্তৃপক্ষ। যা মহান বিজয় দিবস উপলক্ষে উদ্বোধন করা হবে।
ভাস্কর্য নির্মাণের প্রধান উদোক্তা উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, এ উপজেলায় এই প্রথম জাতির পিতার ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। মহান বিজয় দিবসে আমরা এই ভাস্কর্যে-ই শ্রদ্ধাঞ্জলি দেব।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করাচির জেল থেকে মুক্ত হয়ে লন্ডনে যান। তখন তিনি (বঙ্গবন্ধু) যে পোশাকে এবং যে সজ্জায় ছিলেন, ঠিক সেই আদলেই বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।
সূত্রমতে, উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর এ ভাস্কর্যটি নির্মাণের মূল কাজ শুরু হয়েছে দুই মাস আগে। যার উচ্চতা ১০ ফুট। আর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।
হিথরো বিমানবন্দরে বঙ্গবন্ধু’ এই আদলে উজিরপুরে নির্মাণ হচ্ছে ভাস্কর্য
