ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১৩৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতার কিশোররা হলো- মামুনুর রশিদ (১৪) ও খায়ের হোসেন (১৪)। সোমবার (২ নভেম্বর) রাতে এ বিষয়ে কথা হয় ঢাকার রেলওয়ে থানা কমলাপুররে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হাসানের সঙ্গে।

তিনি দূরন্তনিউজকে জানান, গ্রেফতার হওয়া ওই দুই কিশোরের বাড়ি টেকনাফ জেলায়। তারা সকালের দিকে চিটাগাং মেইল ট্রেন এ করে কমলাপুর রেলস্টেশনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই কিশোর স্বীকার করে- তাদের পেটের ভেতর ১৩৫০ পিস ইয়াবা আছে। পরে কৌশলে তারা পেটের ভিতর থাকা পায়ুপথ দিয়ে ২৯টি প্যাকেট বের করে দেয়। পরে সেটা গুনে দেখা যায় ১৩৫০ পিস ইয়াবা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।